1. newsdesk@channelr24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@channelr24.com : admin :
আট বছরেও ফেরেনি রোহিঙ্গা: প্রত্যাবাসন নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ - ChannelR 24
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
*শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন নাসরিন আক্তার*ডোমার পৌর বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ*তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পাট গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা*সবজি মেস্তা থেকে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত*জামালপুরে ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার ২০ বছর বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন*শার্শায় সাংবাদিক মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন*গ্যালারি থেকে কথা বলা খুব সহজ, আমরা চাই আপনারা মাঠে নেমে খেলুন*প্রতিবাদী কণ্ঠ ও মবের স্বৈরাচার*লাফিয়ে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া, মশক নিধন ছাড়া নেই সমাধান*থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬*ডোমারে শারদীয় দুর্গাপূজার সকল কাজ সম্পন্ন, আগামীকাল ষষ্ঠী*র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮.৯ কেজি গাঁজা ও ট্রাকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার*শাকিব খান ও চলচ্চিত্রের ধ্বংস*বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে: সেলিমা*মেসির সতীর্থের অবসর ঘোষণা*সাংবাদিকরা বাজারের ‘আয়না’: বিএসইসি চেয়ারম্যান*চট্টগ্রাম মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা*ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার*হংকংয়ে মাটি খুঁড়ে বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা*টেকনাফের গহিন পাহাড় থেকে পাচারের জন্য আটকে রাখা ৬৬ জন উদ্ধার

আট বছরেও ফেরেনি রোহিঙ্গা: প্রত্যাবাসন নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস নির্যাতন থেকে বাঁচতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এরপর আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে এদেশে এসেছে। বর্তমানে উখিয়া ও টেকনাফে মোট প্রায় ১৪ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এই দীর্ঘ আট বছরে তাদের নিজ দেশে ফেরার সব প্রচেষ্টা মিয়ানমারের অসহযোগিতা এবং নানা কারণে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপায় খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ। এই সংলাপের প্রথম দিনে ‘কনফিডেন্স বিল্ডিং ফর রিপ্যাট্রিয়েশন’ শীর্ষক অধিবেশনে রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরার জন্য বিশ্ব নেতৃত্বের প্রতি আকুতি জানিয়েছেন।

ড. ইউনূসের ঘোষণা ও নতুন শঙ্কা

গত রমজানে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে রোহিঙ্গারা আগামী ঈদ নিজ দেশে উদযাপন করবে। তবে এই ঘোষণার পর মিয়ানমারের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই প্রত্যাবাসনের বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সংলাপে রোহিঙ্গাদের আকুতি

উখিয়ার ইনানীতে আয়োজিত এই সংলাপে রোহিঙ্গাদের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা ফটোগ্রাফার সাহাত জিয়া হিরো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গা প্রতিনিধি মৌলভি সৈয়দ উল্লাহ বলেন, “আমরা মর্যাদা নিয়ে দ্রুত মাতৃভূমি আরাকানে ফিরতে চাই। এটি নিশ্চিত করতে বিশ্বকে আমাদের পাশে চাই।” এই সংলাপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন।

প্রত্যাবাসনের পথ খুলতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ খুলতে এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে এই সংলাপের আয়োজন করেছে। তিনি আরও জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতি হিসেবেই এই সংলাপের আয়োজন করা হয়েছে। ইউএনএইচসিআর-এর যোগাযোগ কর্মকর্তা মোশারফ হোসেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে নিহিত। যখন পরিস্থিতি অনুকূল হবে, তখন রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে বাড়ি ফিরতে পারবে।” এই তিন দিনের সংলাপের শেষ দিনে দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সরকারের মূল লক্ষ্য হলো বিশ্ব নেতৃত্বের সহযোগিতায় রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025